ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন প্রাঙ্গণে তারকা ফুটবলারদের মিলনমেলা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া থেকে সাফ জয়ী নারী ফুটবল দল এর সদস্যরা উপস্থিত। ছিলেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। উপলক্ষ বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ এর লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে দেশব্যাপী চলছে তারুন্যের উৎসব। এর অংশ হিসেবে ফুটবল ফেডারেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ। যার শুরু হচ্ছে ২৫ জানুয়ারি সিলেট থেকে।
তারুণ্যের উৎসব নিয়ে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ থেকে যে সব প্রতিভা পাওয়া যাবে তাদেরকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন জোরালো ভূমিকা নেবে বলে জানিয়েছেন সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। এদিকে এই লীগের মধ্য দিয়ে দেশব্যাপী ফুটবলের একটা জাগরণ হবে বলে মনে করেন বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম।
অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ এর লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বাফুফের সহ সভাপতি সাব্বির আহমেদ আরিফ, সহ সভাপতি ফাহাদ করিম ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।