অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত, সহজ গ্রুপে স্বাগতিক ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিক গেমসে পুরুষ ও নারী ফুটবলের ড্র গতকাল প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তুলনায় স্বাগতিক ফ্রান্স অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে তাই সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে ফ্রান্সকে ফেবারিট মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে দেশটির সবচেয়ে আলোচিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পের খেলা এখনো নিশ্চিত নয়। ফরাসি কোচ সাবেক তারকা ফুটবলা থিয়েরি অঁরি ড্রয়ের পরে বলেছেন, ‘এখানে বলার কিছু নেই।’

ঘরের মাঠে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল মরক্কো ও মিশরকে এড়াতে পেরে স্বস্তি পেয়েছেন অঁরি। ১৯৮৪ সালের পর এই প্রথমবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্যে স্বাগতিকরা তাই সুস্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে। ১৬ দলের টুর্নামেন্টে ফ্রান্স গ্রুপ এ’তে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে অফের বিজয়ী দলের সাথে লড়বে। অঁরি বলেন, ‘ঘরের মাঠের টুর্নামেন্টে জয়ী হওয়া কখনই সহজ নয়। আমি মনে করি ২০১৬ ও ১৯৯২ সালে ব্রাজিল ও স্পেন যেটা করে দেখিয়েছিল তা মাঝে মাঝে হয়। আমরা সেই ইতিহাস আবারো পূনরাবৃত্তি করতে চাই। যদিও যাত্রাটা অনেক লম্বা।’

ইতোমধ্যেই অলিম্পিকে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করার জন্য পিএসজির সুপারস্টার এমবাপ্পের আগ্রহ সম্পর্কে সকলে অবহিত হয়েছে। কিন্তু ইউরো ২০২৪’র পর খুব কম সময়ই তিনি বিশ্রাম পাবেন। যে কারনে এমবাপ্পের অলিম্পিকে খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলোকে বাধ্য করার এখতিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নেই। এ কারনেই এমবাপ্পের পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে।

অলিম্পিক অনুর্ধ্ব-২৩ দলে তিনজন সিনিয়র খেলোয়ার নেবার নিয়ম রয়েছে। বিশ্বকাপ জয়ী এমবাপ্পে সিনিয়র খেলোয়াড় হিসেবে ফ্রান্স দলে খেলতে চেয়েছে। তার সাথে বিশ্বকাপ জয়ী আরেক সতীর্থ আঁতোয়ান গ্রীজম্যানেরও খেলার কথা রয়েছে। যদিও এখনো গোঁড়ালির ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি গ্রীজম্যান।

এদিকে গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও এশিয়া থেকে আসা তৃতীয় দল। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ব্রাজিলকে গত মাসে ১-০ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় করেছে আর্জেন্টিনা। যে কারনে টানা তৃতীয়বার পুরুষ ফুটবলে অলিম্পিক স্বর্ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সেলেসাওরা।

২০০৪ ও ২০০৮ সালের পর তৃতীয় অলিম্পিক স্বর্ণের খোঁজে আর্জেন্টাইন কোচ জেভিয়ার মাচেরানো শেষ মুহূর্তে দলে কোন চমকও দেখাতে পারেন। ২০০৮ স্বর্ণজয়ী দল ও ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিশ্ব তারকা লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে অলিম্পিকে খেলার ইচ্ছা পোষন করেছেন। গত মাসে মেসির দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ মাচেরানো বলেছেন, ‘আমার সাথে লিওর সম্পর্ক কেমন সেটা সবাই জানে। তার জন্য দলে যোগ দেবার দরজা সবসময়ই খোলা। এখন এটা তার উপর নির্ভর করছে।’

টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী স্পেন গ্রুপ সি’তে মিশর, ডোমিনিকান রিপালিক ও এএফসির দ্বিতীয় বাছাই দলের সাথে খেলবে। গ্রুপ-ডি’তে রয়েছে প্যারাগুয়ে, ইসরায়েল, মালি ও এএফসির প্রথম বাছাই দল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.