আইসিসি থেকে শাস্তি পেলেন তাওহিদ হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছিলো অলিখিত ফাইনালে। গত কয়েক বছর বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হওয়া মানেই যেন কোনো বিতর্কিত কিছু ঘটে যাওয়া। শনিবারের ম্যাচেও ঘটলো। লঙ্কান পেসার নুয়ান থুসারার বল মোকাবেলা করতে এসেই বোল্ড হয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। আউট হওয়ার পর উইকেট ছেড়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎই দেখা গেলো মেজাজ হারিয়ে ফেলেছেন হৃদয়। তেড়ে যাচ্ছিলেন কোনো এক লঙ্কান ক্রিকেটারের দিকে।

ফিল্ড আম্পায়ার তানভির আহমেদ, নন স্ট্রাইক ব্যাটার সৌম্য সরকার এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে পানি নিয়ে যাওয়া তাইজুল ইসলাম তাওহিদকে ফেরান। এরপর আরও একবার তেড়ে যাওয়ার চেষ্টা করেন হৃদয়। শ্রীলঙ্কার কোনো এক ক্রিকেটার হৃদয়কে আপত্তিকর কিছু বলেছিলো, যে কারণে তিনি এমনটা করেছিলেন।

তবে আইসিসির চোখে তাওহিদ হৃদয়ের এমন আচরণ অপরাধ হিসেবে গণ্য হয়েছে। যে কারণে তাওহিদ হৃদয়ের ম্যাচ ফি’র ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করে দেয়া হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করার অপরাধ করেছেন। একই সঙ্গে তার আচরণে খেলোয়াড় আচরণ বিধির আর্টিকেল ২.২০ ধারা ভঙ্গ করেছেন। যে অপরাধে খেলার স্পিরিট নষ্ট হয়।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.