ক্রীড়া প্রতিবেদক
লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। আগামীকাল সোমবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ২৭ বছর বয়সী এ তারকা ফুটবলারের। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। বিমান টিকিট ও নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে।
সিলেটের হবিগঞ্জের স্নানঘাটের এই যুবক এর আগেও কয়েববার বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা হবে অন্যরকম। সেই অন্যরকম কেবল হামজা চৌধুরীর ক্ষেত্রেই নয়, বাংলাদেশেরও। এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার গায়ে জড়াবেন বাংলাদেশের জার্সি। আর হামজারও পূরণ হবে জাতীয় দলে খেলার স্বপ্ন।
২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কন্ডিশনিং ক্যাম্প করছে সৌদি আরবের তায়েফে।