আজ রাতে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

ভারত সফরকে সামনে রেখে আজ ঢাকায় ফিরবেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, আজ রাত সাড়ে ১১টায় হাথুরুসিংহের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে । পাকিস্তান সফরের পর অল্প সময়ের বিরতিতে পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি।

যদিও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের ভবিষ্যত নিয়ে আলোচনা চলছে। কিন্তু ভারত সফরে দলের দায়িত্বে হাথুরু থাকবেন, এতে কোন সন্দেহ নেই।দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আগামীকাল দুপুর দেড়টায় ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

সদ্যই হাথুরুসিংহের তত্ত্ববধানে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিজেদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর ছোট বিরতি শেষে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেন পেস বোলিং কোচ নিউজিল্যান্ডের আন্দ্রে এডামস। গতকাল মিরপুরে দলের অনুশীলনে পেসারদের নিয়ে কাজ করেছেন তিনি।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.