আবাহনীকে হারাল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোহামেডান ২৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর ইনিংস শেষ হয় ২২৫ রানেই।

টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডান ৪৮.২ ওভারে ২৬৪ রান করে অলআউট হয়। অসুস্থ তামিমের জায়গায় একাদশে জায়গা পেয়ে আনিসুল ইসলাম ইমন মোহামেডানের হয়ে ১১৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৮টি চারের সঙ্গে দুটি ছক্কার শট আসে।তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৫৫ বলে ৪৮ রানের ইনিংস।

জবাব দিতে নেমে আবাহনী এবাদত হোসেন ও মেহেদী মিরাজের তোপে পড়ে। পারভেজ ইমন (১৫) ও জিসান আলম (৩) ব্যর্থ হন। চারে নামা মিঠুন ১৯ ও পাঁচে নামা মুমিনুল ২৫ রান যোগ করেন। সেখান থেকে লড়াই করে নাজমুল শান্ত খেলেন ১১৩ বলে ৮০ রানের ইনিংস। অষ্টম ব্যাটার হিসেবে শান্ত আউট হতেই ম্যাচ হাতছাড়া হয় আবাহনীর। গত মৌসুমের চ্যাম্পিয়নরা থামে ৪৭.২ ওভারে ২২৫ রানে। মোহামেডানের হয়ে পেসার এবাদত হোসেন ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। মিরাজ ও সাইফউদ্দিন নিয়েছেন ২টি করে উইকেট।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.