ক্রীড়া প্রতিবেদক
অনেক ঘাটতি নিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ রাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ দল। গত ২৮ আগস্ট নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জিতলেও এশিয়ান কাপের বাছাইপর্ব নিয়ে মোটেই আশাবাদী নয় বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে এ গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়ামের বিপক্ষে।
নেপালে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হবে বলে দৃঢ়কন্ঠে বলেছিলেন কোচ মারুফুল হক। কিন্তু এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে মারুফুলের কন্ঠে হতাশা। প্রস্তুতিতে অনেক ঘাটতি দেখছেন তিনি। এছাড়া নেপালে সাফ চ্যাম্পিয়ন দলের ছয়জন নেই এশিয়ান কাপের বাছাইপর্বের দলে।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ আসিফ। কিন্তু এশিয়ান কাপের বাছাইপর্বের দলে নেই আসিফ। ২১ সেপ্টম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে সিরিয়ার বিপক্ষে। এরপর ২৩ সেপ্টেম্বর গুয়াম, ২৭ সেপ্টেম্বর ভিয়েতনাম ও ২৯ সেপ্টম্বর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।