ক্রীড়া প্রতিবেদক
নেপালের কাঠমান্ডুতে জয় দিয়ে এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-২, ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মো: জোবায়ের হোসেন ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে পরাজিত করে। ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয় পায়।
পরবর্তীতে দ্বৈতের খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম জুটি ৬-০,৬-২ গেমে মালদ্বীপের মোহাম্মদ মুজাম্মেল লুক ও সালাম ইউফুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয়ী হয়।
বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬, ৬-১ গেমে নেপালের পানতা সারাকে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬ ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রীকে পরাজিত করে। ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালিকা দল ২-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে।