ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করা আথানাজেকে বোল্ড করেন রিশাদ।

১৩তম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। ৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রোভম্যান পাওয়েল। পেসার মুস্তাফিজুর রহমানের বলে ৭ রানে জীবন পান পাওয়েল। এই সুযোগে অধিনায়ক শাই হোপকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়িয়েছেন পাওয়েল। দু’জনের ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন ৩৬ রানে ২টি ও রিশাদ ৪০ রানে ১টি উইকেট নেন।

জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান ৫ বলে ১৫, অধিনায়ক লিটন দাস ৫, সাইফ হাসান ৮ ও শামীম হোসেন ১ রানে সাজঘরে ফিরেন।

মিডল অর্ডারে নুরুল হাসান ও তানজিমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। কিন্তু নুুরুলের সাথে ১৬ ও তানজিমের সাথে ২০ রানের বেশি যোগ করতে পারেনি হৃদয়। এতে ১২তম ওভারে ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। হৃদয় ২৮ ও নুরুল ৫ রানে আউট হন।

১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন তানজিম ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রান যোগ করে দলীয় স্কোর ১১৭তে নেন তারা।

শেষ উইকেটে ১৩ বলে ২০ রানের জুটিতে বাংলাদেশের হারের ব্যবধান কমান তাসকিন ও মুস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। আগামী ২৯ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.