ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ৪ উইকেটে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ১৭৯ রানে টার্গেটে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে টানা ১১টি ওয়ানডে জিতল টাইগাররা।
সর্বোচ্চ ৫০ রান করেন লিটন দাস। অধিনায়ক তামিম ইকবাল করেন ৩৪ রান। নুরুল হাসান ৩২ ও মেহেদী হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান। অবশ্য ১৭৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ৪৮ ওভার ৪ বলে ১৭৮ রানে অলআউট হয় ক্যারিবিয়রা। সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। তাইজুল ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন। ক্যারিয়ারে এই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম। আর সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এদিকে সিরিজ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে অবসরের কথা জানান তামিম।