কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে কেমন করবে বাংলাদেশ দল ? ইতিহাস যা বলছে

মোঃ শফিকুল আলম

আগামীকাল কলম্বোয় শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিতীয় ও শেষ টেস্ট। গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় এই শেষ টেস্ট ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী। প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে তাতে বাংলাদেশ দল নিয়ে অনেকেই আশাবাদী। কিন্তু ভেন্যু যখন কলম্বোর সিনহলিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ড তখন দুশ্চিন্তারাও কারণ রয়েছে। ১৮ বছর পর এই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

সিনহলিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এর আগে শ্রীলংকার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটিতেই বড় ব্যবধানে হেরেছে। এর মধ্যে দুটিতে আবার ইনিংস পরাজয়। কলম্বোর এই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে প্রথম মুখোমুখি হয় ২০০১ সালে। ইনিংস ও ১৩৭ রানের ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। পরের বছর আবার মুখোমুখি হয়ে ২৮৮ রানের পরাজয় দেখতে হয় বাংলাদেশকে। এই ভেন্যুতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে ২০০৭ সালে। শ্রীলংকার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের পরাজয় ছিল ইনিংস ও ২৩৪ সালে। তাই অতীত ইতিহাস ঘেঁটে সিনহলিস স্পোর্টস গ্রাউন্ড থেকে বাংলাদেশের আত্মবিশ্বাসী হওয়ার কোন সুযোগ নেই।

এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৩২৮ রান। দুইবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার বাজে রেকর্ডও আছে বাংলাদেশের। কলম্বোর এই ভেন্যুতে ব্যক্তিগত পারফরমেন্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৬০ রান করেছন মোহাম্মদ আশরাফুল। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান বাংলাদেশ দলে কারোরই এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা নেই।

এই ভেন্যুতে শ্রীলংকার রেকর্ড বেশ ভালো। ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ২১টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। হেরেছে ১০ ম্যাচে। ১৪ টি ম্যাচ হয়েছে ড্র। সবশেষ আফগানিস্তানের সাথে খেলে ১০ উইকেটে জয় পেয়েছিল শ্রীলংকা।

তবে বাংলাদেশে যে পরিসংখ্যানকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখতে পারবে না সেটা কিন্তু নয়। ব্যাটিংয়ে ফর্মে আছে বাংলাদেশ। বোলিংও মন্দ হচ্ছে না। তাই সিনহলিস স্পোর্টস গ্রাউন্ডে সিরিজ জয়ের স্বপ্ন দেখাটা মোটেই বাড়াবাড়ি কিছু নয় বাংলাদেশের জন্য।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.