কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবল ম্যাচ বাতিল

ক্রীড়া প্রতিবেদক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছাত্র-জনতার বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। এরই মধ্যে ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৭ জনের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে বিষয়টি জানা গেছে। আগামীকাল জামাল ভূঁইয়াদের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি খেলার কথা ছিল। প্রথম ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয়।

এর আগে বিক্ষোভের কারণে বাংলাদেশ দলের আজকের (সোমবার) নির্ধারিত সময়ের অনুশীলন বাতিল করা হয়। আপাতত টিম হোটেলেই আছেন ফুটবলাররা। ম্যাচ বাতিল হওয়ায় ফুটবলারদের দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাফুফে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.