ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসিদের উত্তরসূরীরা। প্রথম ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল উজবেকিস্তানকে।
ম্যাচের ১৭ মিনিটে গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে নেন এলেজো ভেলিজ। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতিতে থেকে ফিরে দুই দলই দশ জনের দলের পরিণত হয়। অবশ্য প্রথমে শক্তি হারিয়েছে গুয়েতেমালা। ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তোস বার্গাস। আর আর্জেন্টিনা দশ জনের দলে পরিণত হয় ৮২ মিনিটে। লাল কার্ড দেখেন থমাস এভিস।
অবশ্য তার আগেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকা রোমেরো। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে আরও এক গোল করে আর্জেন্টিনা। ৯৮ মিনিটে মেক্সিমো পিরোনে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন। প্রথম ম্যাচ কষ্ট করে জিতলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দ ফিরে পেল আর্জেন্টিনা। আর এতে করে গ্রুপের এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করলো সেলেসাওরা। গ্রুপে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচ খেলবে আগামী শনিবার নিউজিল্যান্ডের সাথে।
দলের পারফরম্যান্সে দারুণ খুশী আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হেড কোচ হাভিয়ের মাশ্চেরানো। তিনি জানিয়েছেন দর্শক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ ছিল দুই ম্যাচে। আর নিউজিল্যান্ডের বিপক্ষেও একই সমর্থন থাকবে বলে আশা করছেন তিনি। নিউজিল্যান্ডের ফুটবলাররা শারীরিকভাবে অনেক শক্তিশালী। তবে তাদের বিপক্ষেও জয় চান মাশ্চেরানো।
মেসিরা বিশ্বকাপ জয়ের পর ছোটদের নিয়েও প্রত্যাশা বেড়ে গেছে আর্জেন্টাইনদের। তারা বিশ্বাস করেন মেসিরা যখন শিরোপা এনে দিতে পেরেছেন অনূর্ধ্ব-২০ এর শিরোপাও জিতবে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ছয়বার চ্যাম্পিয়ন তারা। আর্জেন্টিনা শিরোপা জিতেছে ১৯৭৯, ১৯৯৫, ১৯৯৭, ২০০১, ২০০৫ ও ২০০৭ সালে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।