চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। টাইগারদের ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়ে ২ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশের বোলাররা।

টেস্টের চতুর্থ দিনই জয়ের আনুষ্ঠানিকতা সেরে রেখেছিল পাকিস্তান। কোন উইকেট না হারিয়ে ১০৯ রান তুলেছিল তারা। আবিদ আলি ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে হাঁটছিলেন আবিদ আলি। কিন্তু ৯১ রান করার পর তাকে এলবি’র ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ১৩৩ রান করেছিলেন আবিদ আলি। দুই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন আবিদ।

আরেক ওপেনিং ব্যাটসম্যান আব্দুল্লাহ শফীককে ৭৩ রানে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর আজহার আলী ২৪ ও অধিনায়ক বাবর আজম ১৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩০রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছিল ২৮৬ রান। ৪৪ রানে লিড নিয়েও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫৭ রানে। এর ফলে পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারেনি টাইগাররা। আর তাই সহজেই জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.