ক্রীড়া প্রতিবেদক
চতুর্থবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। রাজধানীর একটি হোটেলে আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কংগ্রেসে সাফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না কাজী সালাউদ্দিনের। তিনি একাই জমা দিয়েছিলেন সাফের সভাপতি পদের মনোনয়ন। তাই এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। সাফের সভাপতি জানিয়েছেন ক্লাব চ্যাম্পিয়নশিপ ছাড়া সাফের সব টুর্নামেন্টেই মাঠে আছে। এবার ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা জানিয়েছেন কাজী সালাউদ্দিন।
সাফের নির্বাহী কমিটি সাত সদস্যের হলেও চারটি পদ শুন্য রয়েছে। দু’টি সহ-সভাপতি, একটি সদস্য ও একটি ওমেন্স সদস্য পদ খালি আছে। পরবর্তী কংগ্রেসে এই শুন্য পদ চারটি পূরণ করা হবে।
কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছে ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু হলে এক বছর সাফ চ্যাম্পিয়নশিপ ও পরের বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এদিকে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ১২ আগষ্ট থেকে নেপালে শুরু হওয়ার কথা থাকলেও এখন তা ২৯ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে। জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।