চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলছে আর্জেন্টিনা। কিন্তু সেই গোলের দেখাটাই পাচ্ছে না। কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে প্রথম ম্যাচের পর চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্যপট আর্জেন্টিনার। কানাডার বিপক্ষে একের পর এক সুযোগ হাতছাড়া করলেও দুই গোল দিয়েছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-০ গোলের জয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা।

ম্যাচে চিলিকে রীতিমতো পাগল বানিয়ে ছেড়েছে আর্জেন্টিনা। সারাক্ষণই আর্জেন্টিনারা ফুটবলারদের পায়ে বল। মাঝেমধ্যে চিলির ফুটবলাররা বল নিতে পারলেও ছো মেরে সেটা নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে আর্জেন্টিনার ফুটবলাররা। কাতার বিশ্বকাপের আগে থেকেই আর্জেন্টিনার এই খেলা বেশ নজরে এসেছে সবার। ম্যাচে বল দখলে প্রতিপক্ষের চেয়ে সব সময় এগিয়ে থাকে আর্জেন্টিনা। একটা ছন্দ ধরে রেখে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলে আক্রমণে যায় আর্জেন্টিনা। চিলির বিপক্ষে এই ম্যাচেও ঠিক সেই ছন্দই দেখা গেছে। প্রথমার্ধে চিলি যেখানে কোন আক্রমণ করতে পারেনি সেখানে অনেক সুযোগ তৈরি হয়েছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু কাঙ্খিত গোলের দেখাটি পায়নি মেসিরা। জুলিয়ান আলভারেজ দুটি ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজের কাজটি করতে পারেন নি। ডি পলের শটও ছিল লক্ষ্যভ্রষ্ট। দুর্ভাগা বলতে হবে লিওনেল মেসিকে। ৩৫ মিনিটে তার বা পায়ের মাটি কামড়ানো শট পোষ্টের বাইরে স্পর্শ করে চলে যায়। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরেই গোল পেয়ে যেতে পারতো আর্জেন্টিনা। মেসি একদম প্লেটে খাবার বেড়ে যাওয়ার মত বলের যোগান দিয়েছিলেন মলিনার উদ্দেশ্যে। মলিনার শট গোলকিপারে আটকে যায়। ৫৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন ম্যাক অ্যালিস্টার। গোলকিপারকে একদম সামনে পেয়েও তাকে পরাস্ত করতে পারেন নি।

৬১ মিনিটের গোল হতে হতেও হয়নি আর্জেন্টিনার। গঞ্জালেজের পাওয়ারফুল শট চিলির গোলকিপারের হাতে লেগে বাক পরিবর্তন করে পোস্টে লেগে বাইরে চলে যায়। ৬৮ মিনিটে গোলের একদম কাছে গিয়েও মেসি বল পাঠিয়ে দেন পোস্টের উপর দিয়ে।

৭০ মিনিটের পর থেকেই ম্যাচে হঠাৎই যেন গাঁ ঝাড়া দিয়ে উঠে চিলি। আর্জেন্টিনার ফুটবলারের তখন কিছুটা ক্লান্ত মনে হয়েছে। ৭২ মিনিটে দারুন সুযোগ পেয়েছিলি চিলি। আর সেটা গোলের জন্য ছিল যথেষ্ট। কিন্তু চিলির সুবর্ণ সুযোগ আটকে যায় আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানোর কারণে। ৭৬ মিনিটে আবারো চিলিকে হতাশ করে আর্জেন্টিনার গোলকিপার।

গোলের পর লাউতারো মার্টিনেজের উল্লাস

৮৮ মিনিটে অবশেষে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে জটলায় গোল করেন লাউতারো মার্টিনেজ। একদম ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন। সুযোগ হাতছাড়া করেন নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর মাধ্যমে সেই গোল চেক করা হয়েছে। গোলটি সঠিক ছিল বলে রায় দিয়েছে ভিএআর।

ম্যাচটা আর্জেন্টিনা ২-০ গোলেও জিততে পারতো। লাউতারো মার্টিনেজ গোল করেছেন। আবার সেই লাউতারো মার্টিনেজ গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন। মাঝ মাঠ থেকে ডি মারিয়া বল এগিয়ে নিয়ে একদম গোলমুখে থাকা লাউতারো মার্টিনেজকে দিয়েছিলেন। কিন্তু চিলির গোলকিপার বরাবর বল মারেন তিনি। নিশ্চিত গোল মিস হয় আর্জেন্টিনার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.