ক্রীড়া প্রতিবেদক
ভারতের কাছে ৯-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ তাদের পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে কাপিয়ে দিলেও শেষ পর্যন্ত জিততে পারেনি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে লিড নিয়েও বাংলাদেশে ৩-২ গোলে হেরে গেছে দক্ষিণ কোরিয়ার কাছে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের গোলকিপার বিপ্লব কুজুর।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ার পাওয়ার হাউজ দক্ষিণ কোরিয়াকে অবাক করে ৮ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন আরশাদ হোসেন। সবুজের হিটে ড্রাইভিং ফ্লিকে গোল করেন আরশাদ। ৯ মিনিটে পেনাল্টি কর্ণার পায় কোরিয়া। গোলরক্ষক বিপ্লব কুজুরের দৃঢতায় এ যাত্রায় বেঁচে যায় দল।
১৫ মিনিটে ম্যাচে সমতা আনে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন কোরিয়ার জাং জঙ হিউন। ১৯ মিনিটে পেনাল্টি কর্ণার পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৬ ও ৪৩ মিনিটে দু’টি পেনাল্টি কর্ণার পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি দক্ষিণ কোরিয়া।
৪৮ মিনিটে ম্যাচে প্রথম লিড নেয় দক্ষিণ কোরিয়া। গোল করেন জি উও চিওন। ৫৪ মিনিটে পার্ক চিওলিওনের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-১ করে দক্ষিণ কোরিয়া। ৫৮ মিনিটে এক গোল পরিশোধ করলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। জটলা থেকে গোল করেন দ্বীন ইসলাম ইমন।