জয় দিয়ে বিপিএল শুরু বসুন্ধরা কিংস, মোহামেডান ও ব্রাদার্সের

ক্রীড়া প্রতিবেদক

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করলো বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। আজ শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদা পূর্ণ আসর প্রিমিয়ার লিগ ফুটবল। লিগের উদ্বোধনী দিনে সবচেয়ে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ৭-০ গোলে তারা হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। মোহামেডান ৬-০ গোলে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডার্স এর বিপক্ষে। আর ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে।

কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে কিংসকে তৃতীয় মিনিটে লিড এনে দেন ফরাসি ফুটবলার জারেদ খাসা। ফয়সাল আহমেদ ফাহিম ও ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন কিংসের স্থানীয় দুই ফরোয়ার্ড রাকিব ও মজিবর রহমান জনি। রাকিব জোড়া ও জনি একটি গোল করলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

গাজীপুরে মোহামেডান অর্ধডজন গোলে হারিয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ৬-০ ব্যবধানের বড় জয়ে মোহামেডানের জোড়া গোল করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। একটি করে গোল করেন এমানুয়েল সানডে, রাকিব, আর্নেস্ট বোয়েটিং ও সৌরভ দেওয়ান। পঞ্চম মিনিটেই এমানুয়েল সানডের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব। সোলেমান দিয়াবাতে গোল করেছেন ২৪ ও ৮৯ মিনিটে। আর্নেস্ট বোয়োটিংয়ের গোল ৮০ মিনিটে।

এদিকে ব্রাদার্স ইউনিয়ন প্রথম ম্যাচে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে হারিয়ে দিয়েছে গতবারের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। ২-১ গোলের জয়ে দারুণ সূচনাই হয়েছে তাদের। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের গোল দুটি করেছেন দুই গাম্বিয়ান ফরোয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া দারবো। ২৩ মিনিটে ম্যাডি সিসের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ৪৪ মিনিটে অবশ্য পুলিশ সমতা ফেরায়। আরিফুর রহমানের কর্নার থেকে মানিক হোসেন মোল্লা হেড করে গোল করেন। ব্রাদার্স ২-১ করে ফেলে ৬২ মিনিটে। গোল করেন জাকারিয়া দারবো।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.