ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে জাতীয় ক্রীড়া পরিষদের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সভায় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর ও তথ্য কমিশনার আবদুল মালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকবৃন্দ, দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ উপস্থিত ব্যক্তিবর্গ ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালেই আমরা বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আয়োজন করা সম্ভব হয়নি। তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় ক্রীড়া পরিষদ। খেলাধুলার প্রসার ও মানোন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ করে চলেছে। দেশের ৩৩ টি জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জাতীয় সংসদের পাশে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ ও বিভিন্ন ক্রীড়া স্থাপনা নির্মাণ করছি। আন্তর্জাতিক মানের ক্রীড়াপল্লী নির্মাণের লক্ষ্যে মাদারীপুরে স্পোর্টস সিটি করার প্রক্রিয়া শুরু করেছি। কিশোরগঞ্জে ৩০ একর জায়গা নিয়ে জাতীয় সুইমিং একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ময়মনসিংহ ও রাজশাহীতে বিকেএসপি স্থাপন করা হচ্ছে। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে । বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্য অচিরেই নির্দেশনা দেওয়া হবে। জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের দুইজন বক্সার স্বর্ণপদক অর্জন করায় এবং সাউথ এশিয়ান যুব টেবিল টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ দল প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের মাধ্যমে এশিয়ান চ্যাম্পিয়নশীপে কোয়ালিফাই করায় বাংলাদেশ দলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।