মোঃ শফিকুল আলম, কাতার থেকে
চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিল জাপান। অন্যদিকে স্পেনের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে কোস্টারিকা। তাই স্বাভাবিকভাবেই কোস্টারিকার বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল জাপান। কিন্তু জার্মানির বিপক্ষে সেই জাপানকে খুঁজে পাওয়া যায় নি আজকের ম্যাচের শুরু থেকে। কোস্টারিকা সমান তালে খেলে গেছে। গোল শূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিশ্বকাপে যে ধংস স্তুপে পরে গিয়েছিল কোস্টারিকা সেখান থেকে বেরিয়ে আসে তারা। ৮১ মিনিটে ফুলার দারুন এক গোল করেন। ম্যাচে লিড নেয় কোস্টারিকা। জাপানের গোলকিপার চেষ্টা করেছিলেন বল বাইরে পাঠাতে। কিন্তু বলে স্পর্শ করলেও শেষ রক্ষা করতে পারেন নি। ৮৮ মিনিটে ম্যাচে সমতা আনার দারুন এক সুযোগ পেয়েছিল জাপান। জটলা থেকে গোলের সুযোগ তৈরি হলেও কোস্টারিকার গোলকিপারের কারণে সফল হতে পারেনি ব্লু সামুরাইরা। শেষ পর্যন্ত পরাজয়ের ম্যাচ শেষ হয় জাপানের।
গ্রুপে জাপান তাদের শেষ ম্যাচ খেলবে ১ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এই ম্যাচ শুরু হবে কাতার সময় রাত দশটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত একটায়। একই দিন একই সময় কোস্টারিকা মুখোমুখি হবে জার্মানির।