জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেসবল প্রদর্শনী ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দুটি বিশেষ বেসবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিআইজি (প্রশাসন) কাজী মোঃ ফজলুল করিম এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি-র ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মির্জা সিফাত-ই-খোদা।

খেলা শুরুর আগে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ছাত্র-জনতার সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রদর্শনী খেলাটি শুধু একটি খেলা নয়, বরং ইতিহাস ও চেতনার সঙ্গে প্রজন্মের যোগসূত্র স্থাপন করেছে। তিনি ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে খেলাধুলার চেতনায় প্রতিফলিত করার ওপর জোর দেন এবং এই ধরনের আয়োজনকে সমর্থন করার জন্য সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান বলেন, এই খেলার মাধ্যমে তারা ইতিহাস ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেসবলকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল আনসার দলকে ৫-০ রানে পরাজিত করে। অন্যদিকে, নারী বিভাগে আনসার দল পুলিশ দলকে ২-১ রানে হারায়। খেলা শেষে

খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন, কোষাধ্যক্ষ ফয়সাল হাবিব এবং অন্যান্য সদস্যবৃন্দ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.