ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস। কোন ক্লাব আগে যা করে দেখাতে পারেনি তাই করে দেখালো কিংসরা। টানা চতুর্থবারের মতো পেশাদার লিগের শিরোপা জিতলো বসুন্ধরা কিংস। দশ গোলের ম্যাচে আজ শেখ রাসেল কেসিকে ৬-৪ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো তারা। বাংলাদেশের ফুটবলে আবির্ভাবের পর থেকেই সাফল্য নামটা যেন সমার্থক হয়ে গেছে বসুন্ধরা কিংসের সাথে। ঘরোয়া ফুটবলের সব ট্রফিই জিতেছে তারা। আর বিপিএলের শিরোপা জয় যেন অভ্যাসে পরিণত করেছে বসুন্ধরা কিংস। সাফল্যের ধারাবাহিকতায় টানা চতুর্থবার শিরোপা ঘরে তুললো তারা।
গোলের খেলা ফুটবল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সেই গোল আর গোল দেখেছে দর্শকরা। বসুন্ধরার ছয় গোলের চারটিই করেছেন ডরিয়েলটন। ছয় মিনিটে ডরিয়েলটনের গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। ২৬ মিনিটে ম্যাচে সমতা আনেন সুজন বিশ্বাস। ৩৮ মিনিটে দিপক রায় গোল করলে ম্যাচে এগিয়ে যায় শেখ রাসেল। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে দুই গোল করে লিডে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। এই দুই গোলের একটি করেছেন রবিনহো। আর অপরটি করেন মোরসালিন।
প্রথমার্ধে পাঁচ গোলের পর দ্বিতীয়ার্ধেও হয়েছে সমান পাঁচ গোল। দ্বিতীয়ার্ধে গোলের নেশা আরও পেয়ে বসে ডরিয়েলটনকে। বসুন্ধরার তিন গোলের সকটিই করেছেন তিনি। ৫০ ও ৬৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন ডরিয়েলটন। ৬৯ মিনিটে ব্যবধান কমান শেখ রাসেলের কেনেথ। এরপর ৭৬ মিনিটে নিজের চতুর্থ ও বসুন্ধরার ষষ্ঠ গোল করেন ডরিয়েলটন। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় শেখ রাসেল। আর ৯০ মিনিটে স্পট কিক থেকে গোল করেন কেনেথ। ১৭ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট বসুন্ধরা কিংসের। সমান সংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী।