ক্রীড়া প্রতিবেদক
লালবাগের হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠের চারপাশে ছিল আজ উৎসব মুখর পরিবেশ। বাদ্য যন্ত্রের শব্দে কেপে উঠে পুরো এলাকা। নানান রঙের ধোঁয়া পরিবেশকে করেছে আরো রঙিন। উর্দু রোড আভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের আয়োজনে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরেই এই সাজ সাজ রব।
শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ভূইয়া কিংস ও জহুরা ম্যানসন সুপার কিংস। ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১০৩ রান করে ভূইয়া কিংস। সর্বোচ্চ ৩৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন ভূইয়া কিংস এর সুজন। জবাবে ৭৪ রান করতে পেরেছে জহুরা ম্যানসন সুপার কিংস। ২৯ রানে ম্যাচ জিতে বিজয়ের উল্লাসে মাতে ভূইয়া কিংস এর খেলোয়াড়রা।
উর্দু রোড আভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের এক মিলন মেলা হয়ে দাঁড়িয়েছিল এই টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচের প্রধান অতিথি ছিলেন উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি আলাউদ্দিন মালিক। সবাইকে একসাথে করতে পারাটা অনেক আনন্দের বলে জানিয়েছেন তিনি। উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস অ্যাসোসিয়েশন এর স্পোর্টস সেক্রেটারি আহমেদ হোসেন চাঁন জানিয়েছেন সবার আন্তরিকতার কারণেই টুর্নামেন্ট সফল হয়েছে।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্দু রোড আভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মালিক। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক এম এইচ মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান ও স্পোর্টস সেক্রেটারি আহমেদ হোসেন চাঁন।