টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

নামিবিয়াকে বৃষ্টি আইনে ৪১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার এইটে খেলতে হলে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের বড় ব্যবধানে হারের প্রার্থনায় বসে ইংলিশরা। এরপর অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে স্কটল্যান্ড হেরে যাওয়ায় সুপার এইট নিশ্চিত হয় ইংল্যান্ডের। কারন পয়েন্ট টেবিলে ৪ ম্যাচ শেষে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান ৫ করে ছিলো। কিন্তু রান রেটে স্কটিশদের চেয়ে এগিয়ে ছিলো ইংলিশরা। ৩.৬১১ রান রেট ছিলো ইংল্যান্ডের। ১.২৫৫ রান রেট ছিলো স্কটল্যান্ডের। ৪ ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ‘বি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছিলো অসিরা।

অ্যান্টিগায় মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও নামিবিয়া। সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে, জয়ের বিকল্প ছিলো না ইংলিশদের। কিন্তু বৃষ্টির কারনে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। কারন এ ম্যাচে ১ পয়েন্ট পেলে নিশ্চিত বিদায় নিতে হবে তাদের।

অবশেষে বৃষ্টি থামলে মাঠে গড়ায় ম্যাচ । বৃষ্টির কারনে প্রায় আড়াই ঘন্টা সময় নষ্ট হওয়ায় ম্যাচটি ১০ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেটে ১২২ রান করে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৪টি চার ও ২টি ছক্কায় ২০ বলে অপরাজিত ৪৭ রান করেন। এছাড়া জনি বেয়ারস্টো ৩টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ৩১, মঈন আলি ৬ বলে ১৬ এবং লিয়াম লিভিংস্টোন ৪ বলে ১৩ রান করেন।

বৃষ্টি আইনে ১০ ওভারে ১২৬ রানের নতুন টার্গেট পায় নামিবিয়া। কিন্তু ১০ ওভারে ৩ উইকেটে ৮৪ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাইকেল ভ্যান লিগেন। ইংল্যান্ডের জোফরা আর্চার ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট নেন। নামিবিয়াকে হারিয়ে সুপাই এইটে খেলার আশা বাঁচিয়ে রাখে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকে ইংলিশরা। এই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের হারের প্রত্যাশায় থাকে ইংল্যান্ড। তবে এই ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পেলেই সুপার এইটে উঠতো স্কটল্যান্ড।অস্ট্রেলিয়ার জয়ে সুপার এইটে উঠে ইংল্যান্ড।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.