ক্রীড়া প্রতিবেদক
সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ডিএনসিসি মেয়র কাপের পর্দা উঠছে আগামী ২৪ ডিসেম্বর। আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
মেয়র কাপের ড্র ও জার্সি উন্মোচন হয়েছে আজ। ফুটবল ও ক্রিকেটে অংশ নিচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড। আর ভলিবলে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৮টি ওয়ার্ড। ফুটবল ও ক্রিকেটে ৫৪টি ওয়ার্ডকে ১৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। আর ভলিবলের ১৮টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়।
গুলশানে উত্তর সিটি করপোরেশনে কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। মেয়র কাপের টাইটেল স্পন্সর সাইফ পাওয়ারটেক লিমিটেড। পাওয়ারড বাই রানার ও আকাশ। কো পাওয়ারড বাই দারাজ।