ক্রীড়া প্রতিবেদক
মেন্স জুনিয়র এএইচএফ কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আজ ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। আগামীকাল শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও উজবেকিস্তানের ম্যাচের বিজয়ী দল। মেন্স জুনিয়র এএইচএফ কাপে একবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ২০১৪ সালে। দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে।
ওমানের মাসকটে সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আজকের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ৪৮ মিনিটে জীবনের গোলে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোসেইন। দুই মিনিট পর হাসান গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
চার ম্যাচে এখন পর্যন্ত ২৭ গোল দিয়েছে বাংলাদেশ। বিপরীতে হজম করেছে মাত্র এক গোল। এই টুর্নামেন্ট জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। বাংলাদেশ এরই মধ্যে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।