ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলের গতিময় ফুটবলের কাছে পাত্তাই পেল না দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসালো ব্রাজিল। সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ব্রাজিল ৪-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন এস্তেবাও ও রদ্রিগো। অন্য গোলটি করেন ভিনিসিওয়াস জুনিয়র।
যারা ব্রাজিলকে খুঁজে পাচ্ছিলেন না এতদিন আজ সেই ব্রাজিলকে দেখা গেলো আগের রূপে। বিশ্বকাপের আগে এই বড় জয় নিঃসন্দেহে ব্রাজিলকে নতুন করে উদ্দীপ্ত করবে। কোচ কার্লো আনচেলত্তির উপর আস্থা বেড়ে গেল ব্রাজিলের।
ম্যাচের ১৩ তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গুইমারেসের রক্ষণছেড়া পাস ডি বক্সের ভেতর গিয়ে ধরেন এস্তেভাও। তখন তার সামনে কোরিয়া গোলরক্ষক বাদে আর কেউ ছিল না। আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
বিরতির আগে ব্যবধান বাড়ান রদ্রিগো। অবশ্য এ যাত্রায় তার একার কৃতিত্বের চেয়ে দলগত নৈপুণ্যের প্রদর্শনীই বলা ভালো। বিরতির পরও একই ছন্দে খেলেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩–০ করেন এস্তেভাও। একটু পর ভিনিসিয়ুসের সহায়তায় রদ্রিগো করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল। ৭৭ মিনিটে প্রতি–আক্রমণ থেকে ভিনিসিয়ুস করেন দলের পঞ্চম গোল। ব্রাজিলের পরের প্রীতি ম্যাচ ১৪ অক্টোবর, প্রতিপক্ষ জাপান।