ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ। এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ। ঢাকা ক্লাবে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৭ জন খেলোয়াড় নিয়ে তাদের দল সাজিয়েছে। এর মধ্যে ১৩জন দেশী আর চারজন বিদেশী খেলোয়াড়।
ছয়টি দল অংশ নিচ্ছে প্রথম আসরে। দলগুলো হচ্ছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা, মোনার্ক মার্ট পদ্মা, ওয়ালটন ঢাকা, রূপায়ন গ্রুপ কুমিল্লা, একমি চট্টগ্রাম ও মেট্রো এক্সপ্রেস বরিশাল। ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট। রাসেল মাহমুদ জিমি ও ইমরান হাসান পিন্টুকে নেয়ার পরামর্শ ছিল সাকিবের। জানিয়েছেন মোনার্ক মার্টের প্রধান উপদেষ্টা আবুল খায়ের হিরো।
যে দল হয়েছে তাতে সবাই খুশী। সন্তুষ্টির কথা জানিয়েছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, রূপায়ন গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, একমি চট্টগ্রামের উপদেষ্টা মাহবুব হারুন ও মেট্রো এক্সপ্রেসের সত্ত্বাধিকারী রিয়াজুল ইসলাম শুভ। এদিকে এই টুর্নামেন্ট পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান।