দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বড় জয় অনূর্ধ্ব ১৮ দলের

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির নারী ফুটবল দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব ১৮ দল। এর আগে প্রথম প্র্যাক্টিস ম্যাচে বিকেএসপির বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল গোলাম রব্বানী ছোটনের মেয়েরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪২ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় থাকলেও ১৮ মিনিটের মধ্যে ছয় গোল দিয়েছে অনূর্ধ্ব ১৮ দলের মেয়েরা। ছয় গোলের চারটিই করেছেন আকলিমা খাতুন। ৪৩, ৪৪, ৪৬ ও ৪৮ মিনিটে গোল চারটি করেন আকলিমা। এরপর ৫৩ মিনিটে আনিকা তাঞ্জুম ও ৬১ মিনিটে আফিদা খাতুন গোল করে দলকে বড় জয় এনে দেন।

মেয়েদের খেলা দেখছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।

কমলাপুর স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখেছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। মেয়েদের সব বিষয়ে খেয়াল রাখছেন তিনি। মেয়েরা যেন সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সাফল্য আনতে পারে সে জন্য চেষ্টার কমতি রাখছেন না মাহফুজা আক্তার কিরণ।

আগামী ১৫ থেকে ২৫ মার্চ ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। তিন দল নিয়ে হচ্ছে এবারের আসর। ভারত, বাংলাদেশ ও নেপাল। প্রতিটি দল একে অন্যের সাথে দুই বার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.