ক্রীড়া প্রতিবেদক
সিটি গ্রুপ নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। ফাইনাল ম্যাচে তারা হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে। ১১ টি দলের অংশগ্রহণে গত ৩০ নভেম্বর শুরু হয় নারী কাবাডি লীগ। ১১ টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়। সেখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল নিশ্চিত করে। আর শেষ চারের লড়াই থেকে ফাইনালে জায়গা করে পুলিশ কাবাডি ক্লাব এবং আনসার ও ভিডিপি।
পল্টনের কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমার্ধে ১৬-৭ পয়েন্ট এগিয়ে ছিল পুলিশ কাবাডি ক্লাব। শেষ পর্যন্ত একটি লোনা সহ ২৮-১৬ পয়েন্টে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ কাবাডি ক্লাব। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে পুলিশ কাবাডি ক্লাবের খেলোয়াড়রা।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশের আইজি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী কল্যাণ সমিতির পুনাকের সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।