নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথমবার টেস্ট খেলার ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। নেপাল জাতীয় নারী কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল আগামী শনিবার কাঠমান্ডু যাচ্ছে। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। নেপাল সফরে বাংলাদেশ দলের স্পন্সর করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ, দল ঘোষণা এবং স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কাবাডির সাথে দীর্ঘ মেয়াদে থাকার কথা জানিয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। কাবাডির সাথে সম্পৃক্ত হয়ে মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলার সাথে থাকতে পারে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

বাংলাদেশে ফ্রাঞ্চাইজি কাবাডি শুরু হলে পাশে থাকার কথা জানিয়েছেন মিজানুর রহমান। ‘ফ্রাঞ্চাইজি কাবাডি শুরু হলে এটা হবে কাবাডির জন্য ভালো খবর। বেশি দল না হোক প্রথম বছর চারটা দল নিয়েই শুরু করা যাক। তবে বিপিএল শুরুর কমপক্ষে এক মাস আগে ফ্রাঞ্চাইজি কাবাডি আয়োজন করার কথা বলব আমি।’

IMG 20250417 WA0047

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ফ্রাঞ্চাইজি কাবাডির শুরুর কথা বলেছেন।’ ফরচুন বরিশালের মালিক যেহেতু এখানে এসেছেন ধরে নিতে হবে এটা আমাদের আগাম বার্তা। ফ্রাঞ্চাইজি কাবাডি বাংলাদেশ হবে। একটা মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে। ‘

এদিকে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। শাহনাজ পারভীন মালেকা বলেন,’ নেপাল আমাদের চেয়ে শক্তিশালী দল এটা ঠিক আছে। কিন্তু কেউ হারতে যাবে না। জয়ের লক্ষ্য নিয়ে যাবে সবাই। আমাদের অনুশীলন অনেক ভালো হয়েছে। নতুন খেলোয়াড়দের সাহস বাড়বে নেপালের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে। যা আমাদের আগামীতে অনেক কাজে দেবে। ‘

 

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.