ক্রীড়া প্রতিবেদক
বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা ও ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফ্লাইটটি কুর্মিটোলার বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে।
বাংলাদেশ জাতীয় দল নেপালে দুটি ফিফা প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিল। প্রথম ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয়। নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। হোটেলে আটকা ছিলেন তারা।
বাংলাদেশ ও নেপাল ফুটবল দলের অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচি, অগ্নি সংযোগ করা হয়। এমনকি নেপালের পলাতক নেতারা ওই হোটেলে অবস্থান করছেন ভেবে বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ফুটবলার ও স্টাফরা।
বুধবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সরকার ও বিমান বাহিনীর সহায়তায় তাদের দেশে আনা হলো। বুধবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয়েছিল। বৃহস্পতিবার সকালে খেলোয়াড় ও স্টাফরা সেখানে পৌছে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধে বিমান বাহিনী খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।