পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

শুরুতে পিছিয়ে পড়েও বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে জয় পেয়েছে পাঁচবারেরর বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে চিলিকে। ব্রাজিলের পক্ষে গোল দু’টি করেন ইগর জেসুস ও লুইজ হেনরিক।

চিলির মাঠ সান্তিয়াগোতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে ব্রাজিল। ফিলিপ লয়লার ক্রস থেকে হেডে গোল করেন চিলির উইঙ্গগার ভারগাস। ম্যাচের শুরুতেই গোল পেলে আত্মবিশ্বাসী হয়ে ওঠা চিলি আক্রমনের ধার বাড়িয়ে ব্রাজিলকে কোনঠাসা করে রাখে। মধ্যমাঠ দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় ব্রাজিল। গুটি কয়েকবার আক্রমন করার চেষ্টা করলেও সেটা বলার মত তেমন কিছু ছিলনা। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে দারুন এক গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। সাভিনিয়ার দারুন ক্রস থেকে হেডে চিলির জালে বল পাঠান ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া স্ট্রাইকার জেসুস। এতে ১-১ সমতা নিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বল দখলে রাখার চেষ্টা করে ব্রাজিল-চিলি উভয় দলই। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কেউই। ম্যাচ সমতায় শেষ হবার পথে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু ৮৯ মিনিটে গোল করে ব্রাজিলকে প্রথমবারের মত লিড এনে দেন হেনরিক। ব্রুনো গিমারাইসের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে বাঁ-পায়ের শটে গোল আদায় করে নেন হেনরিক। শেষ পর্যন্ত ২-১ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে ৯ ম্যাচে ৪টি করে জয়-হার ও ১টি ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে চিলি। এই তালিকায় ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.