ক্রীড়া প্রতিবেদক
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে কষ্টার্জিত এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে সাদা-কালোরা। মালয়েশিয়ান রিক্রট ফয়জাল বিন সারির জোড়া গোলে এ জয় তুলে নেয় মোহামেডান। এছাড়া জয়ী দলের দ্বীন ইসলাম ইমন ও আশরাফুল আলম একটি করে গোল করেন। অপরদিকে পুলিশ এসসির জার্সিতে আব্দুল মালেক, নাহিদ লাবু ও ভারতের গুরজিৎ সিং একটি করে গোল করেন। এ জয়ে ৭ খেলায় ৬ জয় ও ১ ড্রয়ে মোহামেডানের সংগ্রহ এখন ১৯ পয়েন্ট। অন্যদিকে ৯ ম্যাচ শেষে ৪ জয়, ২ ড্র এবং ৩ হারে পুলিশের সংগ্রহ ১৪ পয়েন্ট।
আজ খেলার প্রথম কোয়ার্টারেই পুলিশের বিরুদ্ধে দাপুটে শুরু মোহামেডানের। ইমন, সারি, আশরাফুল মিলে সাদা-কালোদের ৩ গোল এনে দেন। তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইমন। আশরাফুল আলমের ফিল্ড গোলে ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান (২-০)। মিনিট তিনেক পর আবারো গোল উৎসব সাদা-কালোর। ফয়জাল বিন সারি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেন।
শুরুর আক্রমণ সামলে উঠতে সময় লাগেনি পুলিশের। খেলার দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ায় এবারের আসরের চমক জাগানিয়া দল বাংলাদেশ পুলিশ এসসি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান পুলিশের গুরজিৎ সিং (৩-১)। পরের মিনিটেই মালেকের দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান আরো কমে দাঁড়ায় (৩-২) গোলের।
দ্বিতীয় কোয়ার্টারে গোল না পাওয়া মোহামেডান তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই অর্থাৎ ৩১ মিনিটে ফয়জাল সারির ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নিয়ে যায় ৪-২ গোলে। ৪৪ মিনিটে নাহিদ লাবুর ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ এ নিয়ে আসে পুলিশ। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুদলই গোলের চেষ্টা চালায়। এ সময় পুলিশের বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ রুখে দেয় মোহামেডান। এমনকি খেলার শেষ দিকে পেনাল্টি কর্নার পেয়েও সমতায় ফিরতে পারেনি পুলিশ। মোহামেডানের কাছে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলকে।