পেনাল্টি মিসে প্রথম পরাজয় চট্টগ্রাম আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

গোলের সুযোগ নষ্ট এরপর পেনাল্টি মিসের খেসারত দিল চট্টগ্রাম আবাহনী। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ হারলো তারা। সুলেমান কিংয়ে জোড়া গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারিয়েছে তাদের। শেখ জামালই একমাত্র দল যারা এই বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত।

মু্ন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের ম্যাচ জমেছিল দারুন। প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ তৈরী করলেও লিড নিয়ে বিরতিতে যায় শেখ জামাল। ৯ মিনিটে বেশ ভালো একটা সুযোগ তৈরী হয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনীর। আরিফুলের ক্রস থেকে চেষ্টায় ছিলেন পিটার থ্যাঙ্কগড। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেন নি।

১২ মিনিটের নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রায়হানের লং থ্রো থেকে হেড নিয়েছিলেন সুলেমান সিল্লা। গোললাইন সেভ করেছেন কামরুল।১৪ মিনিটে দারুন সুযোগ নষ্ট করেছেন পিটার থ্রাঙ্কগড।  হেড নিয়েছিলেন তিনি। কিন্তু লক্ষ ঠিক রাখতে পারেন নি। ২৯ মিনিটে সুলেমান  কিং এর দুর্দান্ত গোলে ম্যাচে এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রায় ৩০ গজ দূর থেকে আচমকাই জোরালো শট নেন সুলেমান কিং। বল জায়গা করে নেয় আবাহনীর জালে।

৬৪ মিনিটে দারুন এক সুযোগ নষ্ট করেছেন পিটার থ্রাঙ্কগড। যে জায়গায় হেড নেয়ার সুযোগ পেয়েছিলেন সেখান থেকে গোল করতে না পারাটা দলের জন্য হতাশার। ৬৮ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোলে হজম করে চট্টগ্রাম আবাহনী। গোল মুখে জটলা থেকে বল ক্লিয়ার করতে না পারার সুযোগে গোল করেন সুলেমান কিং। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৭৫ মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেন নি অমিত পোপাতজাই। বল পাঠিয়ে দেন ক্রস বারের উপর দিয়ে।

তবে ৮৩ মিনিটে এক গোল শোধ করে চট্টগ্রাম আবাহনী। কে হিন্দা ইসার পাস থেকে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে জড়ান ফর্মে থাকা পিটার থ্যাঙ্ক গড। ৯২ মিনিটে পেনাল্টি দাবি জানিয়েছিলেন পিটার থ্যাঙ্কগড। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি মিস না হলে পয়েন্ট হারাতে হতো না চট্টগ্রাম আবাহনীকে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.