ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে প্যারাগুয়ের মাঠে খেলতে নামে ব্রাজিল। কোপা আমেরিকায় সেলেসাওদের একমাত্র জয়টি এসেছিল এই প্যারাগুয়ের বিপক্ষে। তবে ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে, সে হারের প্রতিশোধ নিল প্যারাগুয়ে।
টানা তিন হারের পর আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পায় ব্রাজিল। সেই জয়ের পর যেন খই ফুটেছিল সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রের। প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে ঘোষণা দেন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে তার দল।
শক্তিমত্তা, ফিফা র্যাঙ্কিং আর পরিসংখ্যান- সব মিলিয়ে প্যারাগুয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। তবে ২০ মিনিটে সেলেসাওদের তারকাখচিত রক্ষণকে দর্শক বানিয়ে গোল করেছেন মিডফিল্ডার দিয়েগো গোমেজ।ম্যাচের শেষ পর্যন্ত এ লিড ধরে রেখে জয় তুলে নেয় প্যারাগুয়ে। ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে প্যারাগুয়ের প্রথম জয় এটি। এ হারে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৮ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ১০। লাতিন মহাদেশ থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল। আর সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ ম্যাচ।