ক্রীড়া প্রতিবেদক
আগামী ৮ থেকে ১৬ সেপ্টম্বর বীচ ভলিবলের উৎসবে মাতবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দু’টি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলাতলি সি বীচে। প্যারিস অলিম্পিক গেমসে বিচ ভলিবলের জোনাল বাছাইপর্বের খেলা হবে কক্সবাজারে। বাংলাদেশ সহ নয়টি দেশ অংশ নিচ্ছে দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টে।
গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে আজ হয়ে গেল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। এসময় ফেডারেশন ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ থেকে ১১ সেপ্টেম্বর হবে বঙ্গবন্ধু এভিসি বীচ ভলিবল কন্টিনেন্টাল কাপ। আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর হবে বঙ্গবন্ধু কাভা বীচ ভলিবল প্রতিযোগিতা। দু’টি টুর্নামেন্টেই পুরুষের পাশাপাশি নারীদেরও খেলা হবে। অলিম্পিক বীচ ভলিবলের বাছাইপর্বে এই প্রথম বাংলাদেশের মেয়েরা অংশ নিচ্ছে। অনেক চেষ্টার পর কক্সবাজারকে আন্তর্জাতিক বীচ ভলিবলের ভেন্যু করা সম্ভব হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।
ভেন্যু করার জন্য কক্সবাজারে অনেক যাচাই বাছাই করেছে বিদেশী প্রতিনিধি দল। আন্তর্জাতিক সব মানদন্ড মেনে তবেই ভেন্যু চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক দু’টি টুর্নামেন্ট দিয়ে বিদেশীদের কাছে কক্সবাজারকে ব্র্যান্ডিং করার দারুণ সুযোগ বলছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি। দু’টি টুর্নামেন্ট সফলভাবে শেষ হলে ভবিষ্যতে কক্সবাজারে আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট করবে ভলিবল ফেডারেশন।