প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক

শুক্রবার ছুটির দিনেও জাতীয় স্টেডিয়ামের প্রধান গেটের সামনে মানুষের ভিড়। উৎসুখ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন সবাই। মোবাইল দিয়ে অনেকে আবার ভিডিও করছেন। ১৪টি দেশ থেকে প্রবাসী ফুটবলাররা এসেছেন বাফুফের ট্রায়ালে অংশ নিতে। তাদের এক নজর দেখতেই সবার এই অপেক্ষা।

২৮ ২৯ ও ৩০ জুন এই তিন দিন ট্রায়াল অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। আজ রেজিস্ট্রেশনের জন্য এসেছিলেন এসব ফুটবলাররা।‌ কারো সাথে বাবা, কারো সাথে মা, আবার কেউ বা এসেছিলেন মামার সাথে। হামজা, শমিত সোম, ফাহমিদুলদের ঘিরে বাংলাদেশের ফুটবলে যে জাগরণ তৈরি হয়েছে দেশের গণ্ডি পেরিয়ে তার আচ লেগেছে দেশের বাইরে।

লাল সবুজের টানে দেশের মায়ায় তাই তারা ছুটে এসেছেন এই ট্রায়ালে অংশ নিতে। সবার চোখে মুখেই তৃপ্তির আনন্দ। এরা প্রত্যেকেই নিজ খরচে বিদেশ থেকে দেশে এসেছেন। বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এদের চোখে মুখে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.