ক্রীড়া প্রতিবেদক
সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সাত দলই এখানে নেপালের কাঠমান্ডুতে। আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ায় মেয়েদের সেরা হওয়ার লড়াই। সাত দল দু’টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের গ্রুপে চার দল। আর অন্য গ্রুপে তিনটি দল।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। আর গ্রুপ বি’তে খেলবে স্বাগতিক নেপাল, ভুটান ও শ্রীলংকা। সাত দলকেই নিয়েই আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন। ফাইনালে খেলাই বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন গোলাম রব্বানী ছোটন। আগের চেয়ে দল অনেক পরিণত বলছেন তিনি। দলে অনেক ইতিবাচক দিক আছে বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।
এদিকে আজ বিকেলে ম্যাচ ভেন্যু দশরথ স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ দলের সদস্যরা। মেয়েরা প্রতিটি ম্যাচই ভালো করবে বলে আশাবাদী দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।