ক্রীড়া প্রতিবেদক
রোববার ফিওরেন্টিনার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের মাধ্যমে সিরি-এ লিগে টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে জুভেন্টাস। এদিকে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের তিন গোলে মোঞ্জাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে নাপোলি।
তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে ২১ মিনিটে জয়সূচক গোলটি করেন ফেডেরিকো গাত্তি। জেলিসন ব্রেমারের হেড পোস্টে লেগে ফেরত আসলে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা এই ডিফেন্ডার ফিরতি বল জালে জড়ান।
এই জয়ে চতুর্থ স্থানে থাকা বোলোনিয়ার থেকে চার পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থান ধরে রাখলো জুভেন্টাস। দিনের প্রথম ম্যাচে রেলিগেশন খরায় তাকা ফ্রোসিনোনের সাথে হতাশাজনক গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে বোলোনিয়া। এই প্রথমবারের মত আধুনিক চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে টিকে আছে বোলোনিয়া। এর আগে ১৯৬৪ সালে ইউরোপীয়ান কাপে বোলোনিয়া এক রাউন্ড খেলেছিল। শেষ ১০ ম্যাচে আটটিতেই জয় তুলে নিয়ে এখন সেই স্বপ্নের অন্যতম দাবীদার হয়ে উঠেছে বোলোনিয়া।
এর আগে সর্বশেষ নয় ম্যাচ থেকে মাত্র সাত পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সেমিাইনালের প্রথম লেগে ল্যাজিওকে ২-০ গোলে হারানোর একদিন পরেই সিরি-এ লিগে কালকের জয় নিশ্চিত করেছে তুরিনের জায়ান্টরা।