ফেদেরার বিশ্বরেকর্ড ভাঙলেন জকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

সবচেয়ে বেশি বয়সে এটিপি টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বরেকর্ড গড়লেন সার্বিয়ার নোভাক জকোভিচ। এতে ভেঙে গেল সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বিশ্বরেকর্ড।

২০১৮ সালের ২৪ জুন ৩৬ বছর ৩২০তম দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ফেদেরার। গতকাল ৩৬ বছর ৩২১ দিন বয়সে পা দিয়ে ফেদেরার বিশ্বরেকর্ড ভাঙলেন ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ। র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে গত সোমবার ৪১৯তম সপ্তাহ শুরু করেই বিশ্বরেকর্ডের কীর্তি গড়েন জোকোভিচ।

জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে- স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসী। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্লামজয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।‌ ১৯৭৩ সালের ২৩ আগস্ট থেকে প্রথম এটিপি র‌্যংকিং প্রকাশ করা হয়।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.