ক্রীড়া প্রতিবেদক
ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিকে তীক্ষ্ম চোখ ছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটি পারেনি। মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।
চেলসির হুয়াও পেদ্রো মঙ্গলবার প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেই চমক দেখান। নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে দুটি গোল করে চেলসিকে জেতান তিনি। অর্থাৎ ঘরের ছেলের হাতেই কুপোকাত হয় ফ্লুমিনেন্স। ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সম্প্রতি ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডের (৮১.৫ মিলিয়ন ডলার) বিনিময়ে চেলসিতে যোগ দেন। ম্যাচের ১৮ মিনিটে একটি দুর্দান্ত বাঁকানো শটে প্রথম গোল করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫৬ মিনিটে) আরেকটি দুর্দান্ত কাউন্টার-অ্যাটাকে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
চেলসি ফাইনালে রোববার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি), যারা দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে মুখোমুখি হবে।