ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে আজ। মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম জেলা ফুটবল দল ৩-০ গোলে হারিয়েছে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল একই ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলা ফুটবল দলকে।
প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে আচমত আলী খান স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু, মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ও বাফুফে মিডিয়া কমিটির সদস্য রিয়াদ মাহমুদ।
চূড়ান্ত পর্বে দশটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। গ্রুপ পর্বের সব ম্যাচ হবে মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে। ১ জুলাই দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচ হবে ৪ জুলাই। প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।