মোঃ শফিকুল আলম, কাতার থেকে
লুসাই স্টেডিয়ামে সৌদি আরবের ইতিহাস। নিজেদের ফুটবল ইতিহাসে অন্য রকম এক দিন উপহার দিয়েছে তারা। এবারের বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো আর্জেন্টিনা। ২০১৯ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে ২-০ গোলে পরাজয়ের পর ২০২২ সালে এসে অবশেষে হারলো আর্জেন্টিনা।বিশ্বকাপের ইতিহাসে বড় এক অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনার বিপক্ষে এই প্রথম জিতলো সৌদি আরব। আর তাই লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের সমর্থকদের বাঁধ ভাঙ্গা উল্লাস। এই ম্যাচে দর্শক ছিল ৮৮ হাজার ১২ জন। কাতারের পাশেই সৌদি আরব। আর তাই এই ম্যাচে প্রচুর সৌদি আরবের দর্শক এসেছিল। পুরা ম্যাচে তারা গলা ফাটিয়ে গেছে। শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছেড়েছে সৌদি আরবের সমর্থকরা।
দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা হারতে পারে সৌদি আরবের কাছে। সেটা হয়তো ভাবেনি কেউ। এই ম্যাচে চারবার সৌদির জালে বল জড়িয়েছে আর্জেন্টিনা। তবে তিনটি গোল বাতিল হয়েছে অফ সাইডের কারণে। শুরুতেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু মেসির শট ঠেকিয়ে দেন সৌদি আরবের গোল কিপার। তবে ম্যাচে লিড নিতে বেশি সময় নেয় নি আর্জেন্টিনা। ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ২২ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে গিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায় । ২৭ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করেন। কিন্তু সেটাও বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৩৫ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বলে আবারও গোল করেছিলেন লাউতারো মার্টিনেজ। সেই গোলও বাতিল অফসাইডের কারনে।
তবে ৪৮ মিনিটে ম্যাচে সমতা আনে সৌদি আরব আল শাহেরির গোলে। ৫ মিনিটে পর আবারও আর্জেন্টিনার জালে বল। ৫৩ মিনিটে গোল করেন আল দাউসারি। এরপর শত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। মেসিরা পরের ম্যাচ খেলবে ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে।