বসুন্ধরা কিংসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো মোহামেডান। আজ শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। মোহামেডানের জোড়া গোল করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। কিংসের গোলদাতা রাকিব হোসেন।

১৮ মিনিটে কিংসের গোলরক্ষক শ্রাবণ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়েলের ভুল বোঝাবুঝিতে সুযোগ চলে আসে মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতের সামনে। মালির এই ফরোয়ার্ড হাতছাড়া করেননি সেই সুযোগ, নিখুঁত শটে কাঁপিয়ে দেন কিংসের জাল। ৭ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ফ্রি কিক পায় কিংস। ব্রাজিলের জোনাথনের ফ্রি কিক রক্ষণে জটলা তৈরি হলে বল যায় রাকিবের সামনে। রাকিব গোল করে ম্যাচে সমতা আনেন।

Thumbnail 1744471792276

বিরতির পর পরই ১০ জনের দলে পরিণত হয় কিংস। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রিমন হোসেন। ৮৫ মিনিটে মোহামেডান সমর্থকদের আনন্দে ভাসান দিয়াবাতে। সানডের বাড়ানো বলে গোল করে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মোহামেডান। কিংসের পয়েন্ট ২০ ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.