বসুন্ধরা কিংসের শিরোপা উদযাপন

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিল বসুন্ধরা কিংসের। তবে উৎসব হয়েছে আজ।ঘরের মাঠে শিরোপা হাতে আজ পঞ্চম শিরোপা জয় উদযাপন করেছে বসুন্ধরা কিংস। পুলিশ এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে লিগে পঞ্চম ট্রফি উঁচিয়ে উৎসবে মেতেছে রবিনিয়ো-তপু-মোরসালিনরা।

উৎসবের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল কিংস অ্যারেনা। ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পরেই আতশবাজির ঝলকানিতে আকাশ রঙিন হয়ে ওঠে। উল্লাসে মাতেন কিংস সমর্থকরা। টানা পাঁচটি লিগ শিরোপা জয় করে ইতিহাস গড়া দলটি উৎসবে মাতে।

পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে বিরতিতে যাওয়ার আগে গোলখরা কাটায় চ্যাম্পিয়নরা। দরিয়েলতন গোমেজের ক্রসে পুলিশের বক্সে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন এমফন উদো। এই নাইজেরিয়ান ফরোয়ার্ড দৌড়ে গিয়ে হেডে বল পাঠান জালে।

বিরতির ঠিক পরেই ম্যাচে ফেরার সেরা সুযোগ নষ্ট করেছেন পুলিশের এম এস বাবলু। এদোয়ার্দ মরিওর শট আনিসুর ঝাঁপিয়ে ফেরালে সেই বল ফাঁকায় পেয়ে যান বাবলু, কিন্তু তিনি বল মারেন পোস্টের ওপর দিয়ে। দুই মিনিট পর পুলিশ ঠিকই সমতায় ফেরে। বক্সের বাইরে থেকে মাহাদির মাপা শট জড়িয়ে যায় জালে।

এর পর রফিকুল ইসলামকে তুলে রাকিবকে নামিয়ে আক্রমণে শক্তি বাড়ায় স্বাগতিকরা। তবে স্বাগতিকরা দর্শকদের হতাশ করে ৬৯ মিনিটে পুলিশকে এগিয়ে নেন মরিও। কাজেম শাহর বাড়ানো পাস পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে আনিসুর রহমানকে পরাস্ত করেন ভেনিজুয়েলার এই ফরোয়ার্ড।

অস্কার ব্রুজোনের এই দল যে সহজে হাল ছাড়ে না তার প্রমাণ মেলে স্রেফ দুই মিনিটের ব্যবধানে। রবিনহো ও দরিয়েলতন রসায়নে দ্রুতই সমতা ফেরায় কিংস। রবিনহোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং করেন দরিয়েলতন। একটু পরেই এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ইয়াসিন আরাফাত। রবিনহো কর্নারে দূরের পোস্টে ফাঁকায় পেয়েও বল পোস্টের অনেক ওপর দিয়ে মারেন এই লেফট ব্যাক। শেষ দিকে পুলিশের রক্ষণে চাপ বাড়ালেও কিংস আর ম্যাচ জেতার গোল পায়নি।

খেলা শেষে চ্যাম্পিয়ন শিরোপা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.