বসুন্ধরা গুঁড়া মশলা আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বসুন্ধরা গুঁড়া মশলার পৃষ্ঠপোষকতায়  অনুষ্ঠিত হয়েছে ২৫তম আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতা। গুলশানের শুটিং কমপ্লেক্সে ১ থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

উক্ত প্রতিযোগিতায় দেশের ৪৬টি রাইফেল/শ্যুটিং ক্লাব থেকে ১৬৩ জন পুরুষ ও ৮১ জন মহিলা শ্যুটারসহ ৪৬ জন ক্লাব কর্মকর্তা এবং অন্যান্য পরিচালনা কর্মকর্তা মিলে সর্বমোট ৩৫০ জন অংশগ্রহ করেছে। আজ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্ৰুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এর পক্ষে এম এম জসিম উদ্দীন (সিওও, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। উক্ত অনুষ্ঠানে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতায় নৌবাহিনী শ্যুটিং ক্লাব ৯৪১ স্কোর করে চ্যাম্পিয়ন এবং আর্মি শ্যুটিং এসোসিয়েশন ৯২৮ স্কোর করে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে এম এম জসিম উদ্দীন বলেন, ‘শ্যুটিং স্পোর্ট নিয়েও আমরা আশাবাদী। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টি সফলতার সহিত সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে উনার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন’।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.