ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। জামাল ভূইয়াদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ই গ্রুপে বাংলাদেশ ছাড়া বাকি তিন দলই জয় পেয়েছে। ছয় পয়েন্ট নিয়ে বাহরাইন সবার উপরে। মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের ৩ পয়েন্ট করে। বাংলাদেশ এখন পর্যন্ত কোন পয়েন্ট পায়নি।
আগের ম্যাচে তুর্কমেনিস্তানেরি বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ ম্যাচ হেরেছে ২-১ গোলে। তবে শেষ ম্যাচে ভালো কিছু করে দেশে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া।
মালয়েশিয়া হোম টিম। তাই মাঠভর্তি দর্শকের সমর্থন পাবে তারা। বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কেবরেরা জানিয়েছেন তার দল যে কোন দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এটা প্রমাণের সুযোগ থাকবে মালয়েশিয়ার বিপক্ষে। আর স্বাগতিক ও র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে সব চাপ মালয়েশিয়ার উপর থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ।