বাংলাদেশ জাতীয় দলে আট নম্বর জার্সি পছন্দ হামজার

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ ফুটবল লিগে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছেন। তাই সিলেট ও হবিগঞ্জ দুই জায়গায় হামজাকে দেখতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল।

শিলংয়ে হামজা চৌধুরীকে কত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে? এরই মধ্যে সেই কৌতূহল শুরু হয়েছে তার ভক্তদের মধ্যে। সোমবার হবিগঞ্জের নিজ গ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লেস্টার সিটি থেকে ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেখানে ইংরেজিতে, বাংলায় এবং সিলেটের আঞ্চলিক ভাষায় অনেক কথাই বলেন সকালে বাংলাদেশে আসা এই ফুটবলার।

অনেক প্রশ্নের মধ্যে গণমাধ্যমের জানার চেষ্টা ছিল, তিনি কত নম্বর জার্সি পরতে আগ্রহী? জবাবে হামজা চৌধুরী জানিয়েছেন, তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। সিলেটের বিমানবন্দর থেকে হবিগঞ্জের গ্রামের বাড়ি যাওয়া পর্যন্ত যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, ততবারই ‘কেমন লাগছে’ এই প্রশ্ন শুনতে হয়েছে। তিনি এ প্রশ্নের জবাবে রোমাঞ্চকর অনুভূতির কথাই বলেন।

এই ম্যাচের আগে ভারত কোচ ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ সুনীল ছেত্রিকে। তাকে নিয়ে হামজার কোনো পরিকল্পনা আছে কি না? জানতে চাইলে হামজা বলেন, ‘আমি ভারতের কথা ভাবছি না। আমরা শুধু আমাদের দলের কথা ভাবছি।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.