ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে নতুন রেফারী প্রশিক্ষণ কোর্স ব্যাচ ওয়ানের কার্যক্রম। মতিঝিলের বাফুফে ভবনে সকাল আটটায় শুরু হয় রেফারী প্রশিক্ষণ কোর্স। এই কোর্স চলমান থাকবে আগামী ১৭ জুন পর্যন্ত। এই কার্যক্রমে দেশের বিভিন্ন জেলা হতে ৩৯ জন নতুন রেফারী অংশগ্রহণ করেছেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ রেফারীজ কমিটির সদস্যবৃন্দ। উক্ত প্রশিক্ষণ কোর্সে টেকনিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফে হেড অব রেফারীজ আজাদ রহমান ও তৈয়েব হাসান। আর ফিটনেস ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সুজিৎ কুমার।